বিবর্তনের প্রেক্ষিতে নদিয়া জেলার শোলাশিল্প ও শিল্পীসমাজ
Creators
- 1. Assistant Professor, Department of History, Maharaja Shri Sachandra College, Kolkata, West Bengal, India
Description
নদিয়া জেলার পারিবারিক ও গোষ্ঠীকেন্দ্রিক শোলাশিল্পের সঙ্গে প্রায় প্রতিটি বাঙালি পরিবার পরিচিত। ‘সোল’ অর্থাৎ নীচু জমিতে জন্মায় বলে এই শিল্পের প্রধান উপকরণকে শোলা বলা হয়। নবশাখ-এর অন্তর্গত মালাকার জাতি এই শিল্পের সঙ্গে যুক্ত। এরা ছাড়াও স্থানভেদে এবং সময়ের বিবর্তনে নানা সম্প্রদায়ের মানুষ এই শিল্পের সঙ্গে নিজেদের যুক্ত করেছে। শোলা গাছকে খণ্ড করে কেটে অঙ্গাঙ্গী জুড়ে তৈরি হয় এর সহজ সরল শিল্পরুপ। শিল্প নির্মাণের প্রধান উপকরন হল সোজা আকারের ছুরি বা ‘কাইত’। এই শিল্পের প্রধান উৎপাদিত দ্রব্য মালা, টোপর, মূর্তিসাজ, প্রতিটি মাঙ্গলিক অনুষ্ঠানের প্রতিকধর্মী। অতীত থেকে ঔপনিবেশিক সময় পর্যন্ত প্রশাসনিক অপশাসনের সংযোগহীন স্থানীয় মানুষরা ছিলেন এই শিল্পের রুপকার। এমনকি আগত উদ্বাস্তুদের অনেকে অবসর এবং অবসাদ কাটানোর জন্য বৃত্তাকার অভিগমনের মাধ্যমে এর সঙ্গে যুক্ত হয়। কিন্তু নব্বই-এর দশক থেকে অভিরুচির পরিবর্তন এই শিল্পের ক্রমাবনতির কারন অনুসন্ধানের চর্চা আঞ্চলিক ইতিহাসকে সমৃদ্ধ করবে।
Files
HIS-V74-I1-C4-JUN-2022-PP-18-22.pdf
Files
(1.1 MB)
Name | Size | Download all |
---|---|---|
md5:b80b2ce07e960683484b6472456e5dc9
|
1.1 MB | Preview Download |