Published August 1, 2022 | Version v1
Journal article Open

সাম্প্রদায়িকতা ষড়যন্ত্র- দেশভাগ

  • 1. Assistant Professor , Panchthupi Haripada Gouribala College , Panthupi, Murshidabad, West Bengal, India

Description

১৯৪৭ সালের ১৫ই আগস্ট আমরা ভারতবাসী দীর্ঘ ২০০ বছরের বিদেশী আপশাসন থেকে মুক্ত হলাম। ‘ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য অস্তমিত হয়না’- ইংরেজদের এই দম্ভ চূর্ণবিচূর্ণ হল। স্বাধীন হল ভারতবর্ষ, সঙ্গে বিভক্ত হল দেশ। অবশ্য ব্রিটিশরা আমাদের কাছ থেকে একটিমাত্র দেশ অধিকার করতে পেরেছিল, আমরা তাদের কাছ থেকে আদায় করে নিয়েছিলাম দুটি দেশ। এটা নেটিভ ভারতবাসী হিসাবে আমাদের কাছে কম কৃতিতের নয়। অবশ্য এটা ভারতীয়দের প্রতি সভ্য ইংরেজদের উপহারও হতে পারে। যদিও আমরা সাধারন ভারতবাসী কখনো এই উপহার চাইনি, চেয়েছিলাম স্বাধীন অখণ্ড ভারতবর্ষ। তাহলে কেন ভারতবর্ষ খণ্ডিত হল? শুধুই কি ধ্রূত  ইংরেজদের ষড়যন্ত্র,  না তৎকালীন ভারতীয় নেতাদের নির্বুদ্ধিতা, হঠকারিতাও এর জন্য দায়ী ছিল। অবশ্যই তৎকালীন ভারতের প্রধান দুই রাজনৈতিক দল জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ কমবেশি দায়ী ছিল, সে আলোচনায় পরে আসছি। তবে  দেশভাগের পরিনতি হয়েছিল ভয়ঙ্কর। সাম্প্রদায়িক দাঙ্গা, খুন, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, বাস্তুচ্যুত হয়ে উদ্বাস্তু জীবনযাপন– যা কিন্তু ২০০ বছরের ব্রিটিশ অপশাসনকেও হার মানিয়েছিল।

Files

HIS-V74-I1-C2-JUN-2022-PP-05-12.pdf

Files (1.3 MB)

Name Size Download all
md5:8f48043dc511fcfe2260c49cf0755258
1.3 MB Preview Download

Additional details